Breaking News

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরী

পদ সংখ্যা ঃ 93 জন 

পদের নাম ঃ অদক্ষ শ্রমিক (মশক কর্মী) 90 জন, বেতন ঃ দৈনিক 475 টাকা। শিক্ষাগত যোগ্যতা ঃ অষ্টম                      শ্রেণি পাশ।

পদের নাম ঃ দক্ষ শ্রমিক ( ওয়ে ব্রীজ অপারেটর কর্মী)- 03 জন, বেতন- দৈনিক 500 টাকা। শিক্ষাগত                             যোগ্যতা ঃ এসএসসি পাশ।

1। বয়স 30-09-2019 তারিখে 18-30 বছর। মুক্তিযোদ্ধা সন্তান/ পোষ্যদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 2। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ডিএনসিসি’র ওয়েবসাইট (www.dncc.gov.bd) এ আবেদন ফরম পাওয়া যাবে। 3। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। 4। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। (খ) শিক্ষাগত যোগ্য এবং অভিজ্ঞতা (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি। (গ) সত্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত হতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী, ও সীল অবশ্যেই থাকতে হবে। 5। আবেদন পত্র সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট - 23-26, রোড- 46, গুলশান- 2, ঢাকা বরবার আগামী 30-09-2019 তারিখের মধ্যে পেরণ করতে হবে এবং সিলগালাকৃত আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ্ করতে হবে। অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

No comments