Breaking News

প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি বেড়ে ৫ দিন


প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি বেড়ে ৫ দিন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলানিউজকে বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে। 
এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রোববার) পর্যন্ত আটদিন। আর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত তিনদিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রাথমিকে ৫, ৬ অক্টোবরসহ মোট পাঁচদিন ছুটি করা হয়েছে।
অর্থাৎ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বছর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।
এর আগে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুক্তি ছিল, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে যাওয়ায় ছুটি বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, প্রাথমিকের শিক্ষকরা সরকারি সুবিধা পুরোপুরি ভোগ করেন। এ জন্য তাদের ছুটিও কম। মাধ্যমিকের শিক্ষকরা সরকারি সুবিধা পুরোপুরি ভোগ করেন না। তারা এমপিওভুক্ত। তাদের সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের মেলালে হবে না।

Md. Robiul Hasan Apollo

No comments