Breaking News

Jekhane Shimanto Tomar (যেখানে সীমান্ত তোমার) By Nobel man song

Jekhane Shimanto Tomar (যেখানে সীমান্ত তোমার) By Nobel man song

তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা।

আমি তো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা,
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা।

তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
Md. Robiul Hasan Apollo

No comments