Breaking News

Ki Maya Lagaili More (Samz Vai) Bangla Song


Ki Maya Lagaili More

এই ক্লান্ত দুপুরে
তোরে খুব মনে পড়ে,
কেন জানি অযথাই,
চোখের পানি ঝরে।

মিছে মায়ার এ ভুবনে,
হায়, কেউ কারোর নয়
দিন শেষে চলে যায়, যে যার ঘরে।

কি মায়া লাগাইলি মোরে,
বাঁধলি কোন প্রেমের ডোরে,
কেন তোরে ভুলতে পারিনা।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে,
তোরই স্মৃতি মোছা তো যায়না।

তিলেতিলে যাচ্ছে পুড়ে হৃদয়
ওরে, দেখে না কেউ এসে,
আমি জানি তা
কি হবে এমন, এতটা ভালোবেসে।

ওরে, জানিতাম যদি উড়ে যাবি
মনের শিকল ছিঁড়িয়া,
আদর সোহাগ দিয়া তোরে
রাখিতাম বাঁধিয়া।

কি মায়া লাগাইলি মোরে,
বাঁধলি কোন প্রেমের ডোরে,
কেনো তোরে ভুলতে পারি না।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে,
তোরই স্মৃতি মুছা তো যায় না।

No comments