Breaking News

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরী - 2019

বাংলাদেশ নৌবাহিনীতে  নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী 2 টি পদে মোট 8 জনকে নিয়োগ দিবে। পদগুলোতে শুধুমাত্র পুরুষ  আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইলে আবেদন করতে পারবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। 
Bangladesh Navy Job Circular

1। পদের নামঃ 
ড্রাইভার

শিক্ষাগত যোগত্যাঃ 
অষ্টম শ্রেণি বা তদুর্দ্ধ। বাস, ট্রাক, মাইক্রোবাস ও জীব চালনায় দক্ষ এবং হেভি লাইসেন্সধারী হতে হবে। 

বেতন স্কেলঃ 
15,000/- 

2। পদের নামঃ 
এমটি ফিটার/ ক্লিনার

শিক্ষাগত যোগত্যাঃ 
অষ্টম শ্রেণি বা তদুর্দ্ধ। 

বেতন স্কেলঃ 
10,000/- 

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, চারিত্রিক সনদ, সদ্যতোলা 2 কপি রঙ্গিন ছবি এবং সকল যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপিসহ আবেদনপত্র 15 অক্টোবর 2019 এর মধ্যে প্রার্থীকে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাকযোগে/ কুরিয়ারে পেরণ করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 
কমান্ডার বিএন এসএসইউ,
পতেঙ্গা, চট্টগ্রাম। 
মোবাঃ 01769-732119


No comments