ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- 2019
Fire Service and Civil Defense Job Circular- 2019
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফারা সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 4টি পদে মোট 8 জনকে নিয়োগ দেবে। সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ্ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হলোঃ
পদের নামঃ সহকারী মেকানিক
পদ সংখ্যাঃ 02 টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস।
বেতন স্কেলঃ 9,700 - 23, 490 টাকা
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ 02 টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাথ্যমিক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে 20 ও 30
বেতন স্কেলঃ 9, 300- 2249 টাকা
পদের নামঃ কার্পেটার
পদ সংখ্যাঃ 03 টি
শিক্ষাগত যোগ্যতাঃ 8ম শ্রেণি পাশ
বেতন স্কেলঃ 8,250- 20, 010 টাকা
আবেদন পাঠানো ঠিকানাঃ
মহাপরিচালক,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর,
কাজী আলাউদ্দিন রোড,
ঢাকা।
আবেদন ফরম নিতে এখানে ক্লিক করুনঃ Click Here
আবেদনের শেষ সময়ঃ 18 নভেম্বর 2019 বিকাল 05.00 টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুনঃ
No comments