Tui Bihone Lyrics (তুই বিহনে) Samz Vai Bangla New Song
Tui Bihone Song Lyrics In Begali :
কতদিন হয়ে গেল
তোর সাথে কথা হয় না,
কতদিন পার হল
তোর দেখাটাও মেলে না।
জানিতাম না এমন হবে
দু’জন দুদিকে যাবে,
তোর আমার মাঝে হবে
বাধারই দেয়াল।
সময় এত পাষান কেন
বদলায় মানুষ নতুন কেনো,
সুখের টানে ভুলে যায়
কাছের মানুষের খেয়াল।
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
আর কী হবে রাতে জাগা
তোর হাতে হাত রাখা,
আর হবেনা সোনালী সকাল
তোর আমার সাথে।
কথা ছিল ছেড়ে যাবে না
থাকা তোর পাশে হল না,
ছিল যত ইচ্ছেরা সব
চোখের জলে ভাসে।
আমার এ মন জানে
কত ভালোবাসি তোরে,
ফেলে আসা স্মৃতি গুলো
কাঁদায় বারেবারে.....
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
চাইলে তুই আমার আঁধার ঘরে
আলো হতে পারতি,
তুই নেই ভেবে অশ্রুজলে
যখন হয় রাতদিন।
আজ কার কোলেতে মাথা রেখে
সুখের স্বপ্ন দেখিস,
আজ কাকে ভালোবেসে তুই
আমায় ভুলে গেছিস।
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
তুই বিহনে লিরিক্স- সামজ্ ভাই
Kotodin hoye gelo
tor sathe kotha hoyna
kotodin paar holo
tor dekhatao mele na
janitam na emon hobe,
Dujon dudike jabe
tor amar amar maje hobe
badhari dewal
somoy eto pashan keno
Bodlay manish notun kono
sukher tane bhule jaay
kacher manusher kheyal
Ei somoy tui bihone
kemon laage tui bujbi na
michey mayar prem er jaale
badhli thiki pashe rakhli na.....
Download and listen this song
No comments