Breaking News

বিজিবি তে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি- 2019



BGB Job Circular- 2019: সীমান্তরক্ষী বাহিসী বর্ডার গার্ড বাংলদেশে (বিজিবি) 95তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এসএমএস এর মাধমে রেজিষ্টেশন শুরু হবে 20 অক্টোর 2019 তারিখ সকাল 10 টা থেকে। 

BGB Job Circular 95th Batch

আবেদনের যোগ্যতাঃ 
এইসএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএ্সসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে 2.50 পেতে হবে। 

পুরুষঃ 
প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 49.895 কেজি বা 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। 

মহিলাঃ
প্রার্থীদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47.173 কেজি বা 104 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। 

উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ওজন 47.173 কেজি বা 104 পাউন্ড, বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। উপজাতীয় মহিলা প্রার্র্থীদের উচ্চতা 5ফুট, ওজন 43.544 কেজি বা 96 পাউন্ড হতে হবে। 

05 এপ্রিল 2019 তারিখে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ও কম্পিউটার দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 

রেজিষ্ট্রেশনের নিয়মাবলিঃ 

টেলটক মোবাইলে মাধ্যমে রেজিষ্ট্রেশেন করতে হবে। রেজিষ্ট্রেশন করা যাবে 20 অক্টোবর 2019 সকাল 10 থেকে 03 নভেম্বর 2019 তারিখ রাত 12টা পর্যন্ত। 

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC Board Keyword<space>HSC Roll<space>  HSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC Pass Year<space>Home District<space>Upazilla Name লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। 
প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। 

দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ 150 টাকা এবং এসএমএস চার্জ সহ মোট 160 টাকা ব্যালেন্স থাকা আবশ্যক। আবেদন ফি কেটে রেজিষ্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিষ্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষন করতে হবে। 

এমএসএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে 01769600898 নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে 121 নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ 
BGB Job Circular- 2019


Post Related Things: BGB Job Circular 95 Batch, বিজিবি ৯৫তম সিপাহী (জিডি) পদে নিয়োগ, চাকরির খবর, bd govt jobs, চাকরির খবর ২০১৯ সরকারি,সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯, নিয়োগ বিজ্ঞপ্তি 2019

No comments