Breaking News

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি- 2019

বাংলাদেশ সেনাবাহিনীতে  জুনিয়র কমিশন্ড অফিসার 
নিয়োগ বিজ্ঞপ্তি- 2019

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Cops-AEC) এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এই পদটিতে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ 
বিএ/বিএসসি/ বিকম, স্নাতক/ সমমান পরীক্ষায় নুন্যতম সিজিপিএ 2.00 এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম জি্পিএ 3.00 

বয়সসীমাঃ 
02 ফেব্রুয়ারী 2020 তারিখে সর্বনিম্ন 20 বৎসর এবং সর্বোচ্চ 28 বছর হতে হবে। 

শারীরিক যোগ্যতাঃ 
উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 49.90 কেজি, বুক স্বাভাবিক 30 ইঞ্চি স্পীত 32 ইঞ্চি। 


আবেদনের নিয়মঃ 
আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-প্রেইপ মোবাইল হতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি মোতাবেক 16222 নম্বরে এসএমএস করে আবেদন ফি 500/- টাকা জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন শুরু তারিখঃ 18 অক্টোবর 2019 ইং 
আবেদনের শেষ তারিখঃ 10 নভেম্বর 2019 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন

আবেদন করতে এখানে ক্লিক করুনঃ Apply Now
Army Job Circular- 2019


No comments