Breaking News

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- 2019

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- 2019

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড এ   নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড এ 2 টি পদে মোট 765 জনকে নিয়োগ দিবে। পদগুলোতে  পুরুষ  ও মহিলা আবেদন করতে পারবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

পদ সংখ্যাঃ 765 জন 

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ 725 জন
বেতন স্কেলঃ 8500- 20570/-
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/ সমমানের পরীক্ষায় পাশ। তৎসহ ইংরেজী ও বাংলা মুদ্রাক্ষরে মিনিটে যথাক্রমে 30 ও  20 শব্দের গতি সম্পন্ন।

পদের নামঃ অফিস সহকারী 
পদ সংখ্যাঃ 40 জন
বেতন স্কেলঃ 8250- 20010/-
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি / সমমান পাশ এবং সু-স্বাস্থ্যের অধিকারী।

আগ্রহী প্রার্থীরা আগামী 06-11-2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন পত্র পাঠানো ঠিকানাঃ 
পরিচালক সংগ্রহ এর কার্যালয়,
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড,
টেলিফোন ভবন, শের-ই-বাংলা নগর,
ঢাকা- 1207

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ 

BTCL Job Circular- 2019

No comments